Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুদের নামের ব্যবসায়ী!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

পৃথিবীতে অনেক মানুষকেই অর্থ উপার্জনের জন্য বৈচিত্রময় পেশা বেছে নিতে দেখা যায়। কোনো মানুষকে অর্থের বিনিময়ে যানবাহনে ঠেলা দেওয়া, লাইনে দাঁড়িয়ে থাকা এমনকি ঘুমানোর মতো কর্মকাণ্ডে সম্পৃক্ত দেখা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শিশুদের নাম বিক্রির ব্যবসা খুলে বসেছেন এক নারী। টেইলর হামফ্রে (৩৩) নামের ওই নারী শিশুর নাম ঠিক করে দেওয়ার জন্য দেড় হাজার ডলার পর্যন্ত নিয়ে থাকেন।
হামফ্রে ২০২০ সালে শতাধিক শিশুর নাম রেখেছিলেন। এতে তার আয় হয়েছিল দেড় লাখ ডলার। ব্যবসার জন্য ওয়েবসাইটও চালু করেছেন হামফ্রে। ওই সাইটের নাম ‘হোয়াটস ইন অ্যা বেবি নেম।’ তিনি গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আপনি যদি সবচেয়ে জনপ্রিয় শিশুর নামগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে, এটি আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ এবং আমাদের আকাক্সক্ষার একটি সূক্ষ্ম চিহ্ন।’
হামফ্রে যেসব সেবা দেন তার মধ্যে রয়েছে, টেলিফোন করা, একটি নির্দিষ্ট নামের তালিকা থেকে শুরু করে পুরনো পরিবারিক নামগুলো খুঁজে বের করা। এর জন্য তিনি বংশগত তদন্তও করে থাকেন। অনেকে তাকে প্রসবের সময় গর্ভবতী নারীদের পরামর্শ ও সহায়তার জন্য ভাড়া করে থাকে।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতক করা হামফ্রে ২০১৫ সালে তার ব্যবসা চালু করেন। প্রথমে তিনি ঘটক হিসেবে কাজ করেছিলেন। পরে তহবিল সংগ্রাহক ও অনুষ্ঠান পরিকল্পনাকারী হিসেবেও কাজ করেছেন। সূত্র : ডেইলি মেইল, এনওয়াই পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ