মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের একটি কংগ্রেশনাল প্রতিনিধি দল তাইওয়ান সফর করেছেন। আর এই সফর ঘিরে শুক্রবার তাইওয়ানের পাশে সামরিক মহড়া ঘোষণা চীনের। দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পাঠানো ‘ভুল সংকেত’ লক্ষ্যবস্তু বানানোই তাদের এই মহড়ার উদ্দেশ্য। চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র শি ইলু বলেছেন, শুক্রবার তাইওয়ানের পাশে এবং পূর্ব চীন সমুদ্রে চীনের সামরিক ফ্রিগেট, বোমারু এবং যুদ্ধবিমান পাঠানো হয়েছে। শি ইলু বলেন, ‘এই অভিযানের লক্ষ্য তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বারবার পাঠানো ভুল সংকেতকে লক্ষ্যবস্তু করা।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের খারাপ পদক্ষেপ ও কৌশল সম্পূর্ণ নিরর্থক এবং খুবই বিপজ্জনক। যারা আগুন নিয়ে খেলছে তারা নিজেরাই তাতে জ্বলে যাবে।’ শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন এর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান বব মেনেনদেজ। এসময় মার্কিন সিনেটর মেনেনদেজ বলেন, প্রযুক্তি হাব তাইওয়ান এমন ‘এক দেশ যাদের বৈশ্বিক গুরুত্ব’ রয়েছে। এছাড়া তাইওয়ানের নিরাপত্তা বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান সফর করছেন যুক্তরাষ্ট্রের ছয় আইনপ্রণেতা। চীনের হুমকির মুখে থাকা তাইওয়ানের প্রতি সমর্থন প্রদর্শনে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।