Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পালিয়ে বিয়ে করলেন রুশ ও ইউক্রেনীয় নাগরিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী এক ইউক্রেনীয় এবং এক রুশ নাগরিক মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মেক্সিকান সিভিল রেজিস্ট্রি অফিসে বিয়ে করেন ইউক্রেনীয় নাগরিক দারিয়া সখনিউক এবং রুশ নাগরিক সেমেন বব্রোভস্কি। যুদ্ধ শুরুর আগে দুই জনই ইউক্রেনে বসবাস করতেন। তেলেমনুন্দা টেলিভিশন নেটওয়ার্ককে তারা জানান, কিয়েভেই বিয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে যুদ্ধের কারণে তা বাতিল করতে হয়। ইউক্রেনীয় নাগরিক দারিয়া সখনিউক টিভি নেটওয়ার্কটিকে বলেন, ‘মেক্সিকোর তিজুয়ানায় আমাদের একত্রিত হতে সাহায্য করা কিছু চমৎকার মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আমি খুশি’। বিয়ের আনুষ্ঠানিকতার পর এই যুগল দারিয়া সখনিউকের ২৭তম জন্মদিন পালন করেন। ঐতিহ্যবাহী মেক্সিকান ‘তাকুইজা’ উৎসব এবং মারিয়াচি সঙ্গীতের মাধ্যমে জন্মদিন পালন করেন তারা। তিজুয়ানা শহর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, এই যুগল দুই সপ্তাহ আগে মেক্সিতো পৌঁছান। রুশ নাগরিক সেমেন বব্রোভস্কি যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার যোগ্য বলে বিবেচিত হননি। কারণ যুক্তরাষ্ট্র এখন কেবল ইউক্রেন যুদ্ধ থেকে পালানো মানুষদেরই অভিবাসন প্রক্রিয়া নিয়ে কাজ করছে। তবে ইউক্রেনীয় নাগরিককে বিয়ে করায় এখন রুশ নাগরিক সেমেন বব্রোভস্কি আশা করছেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে আর তারা নিই ইয়র্কে নতুন করে বসবাস শুরু করবেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ