Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নতুন নির্দেশিকায় ক্ষোভে ফুঁসছেন সাংহাইয়ের বাসিন্দারা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২২, ৭:৩৬ পিএম

সাংহাইয়ে কোভিডের সংক্রমণ বেড়েই চলেছে। কোভিডে আক্রান্তদের কোয়ারেন্টিনের জন্য পর্যাপ্ত জায়গার অভাব দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এ বার শহরবাসীদের ঘর চেয়ে বসল প্রশাসন।

এক নির্দেশিকা জারি করে প্রশাসন জানিয়েছে, কোভিড রোগীদের কোয়ারেন্টিনের জন্য ঘর ছাড়তে হবে বাসিন্দাদের। এই নির্দেশিকা পাওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে সাংহাইবাসী। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধও হয় শহরবাসীদের। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে সাদা কিট পরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বহু শহরবাসী। একটা সময় পুলিশের ব্যারিকেড ভেঙে দেন তাঁ। তার পরই শুরু হয় দু’পক্ষের ধস্তাধস্তি।

সাংহাইয়ে উত্তরোত্তর সংক্রমণ বাড়তে থাকায় অনেক দিন ধরেই ঘরবন্দি শহরবাসী। গোটা শহরকে কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়ায় এমনিতেই ক্ষোভ জন্মেছিল শহরবাসীর মধ্যে। সেই ক্ষোভের আঁচ আরও বাড়ে বন্দিদশায় থাকা অবস্থায় সরকারি অসহযোগিতা এবং পর্যাপ্ত পরিমাণ খাবার না পাওয়ায়। এ বার কোভিড রোগীদের জন্য ঘর ছেড়ে দেওয়ার নিদান দেওয়ায় সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটল।

উহানে কোভিড সংক্রমণের দু’বছর পর সাংহাই করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে। দু’কোটি ৫০ লক্ষ বাসিন্দার এই শহরে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে একের পর এক কঠোর পদক্ষেপের গেরোয় হাঁসফাঁস করছে সাংহাই। তার মধ্যে নতুন এই নির্দেশিকা সেই ক্ষোভের আঁচ আরও বাড়াল। সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ