মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চূড়ান্ত আর্থিক সঙ্কটে কারণে শ্রীলঙ্কা যে আন্তর্জাতিক ঋণ শোধ করতে পারবে না, তা প্রায় নিশ্চিত বলে হুঁশিয়ারি দিল দুই আন্তর্জাতিক মূল্যায়ন এবং উপদেষ্টা সংস্থা।
ফিচ রেটিংস তাদের বিশ্লেষণে বলেছে, সরকারি ঋণ খেলাপের প্রক্রিয়া শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটির। একই কথা ঘোষণা করেছে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস-ও।
দেশ জুড়ে আর্থিক সঙ্কট, রাজনৈতিক টানাপড়েন এবং দেশবাসীর বাড়তে থাকা ক্ষোভ ও অসন্তোষের মধ্যে দাঁড়িয়ে সম্প্রতি শ্রীলঙ্কার প্রশাসন জানিয়েছে, আপাতত তারা আন্তর্জাতিক ধারগুলি শোধ করতে অক্ষম। কারণ, দেশটি সব দিক থেকে এমন ভয়াবহ আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, যা গত ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে দেখা যায়নি।
তবে ফিচ এবং এসঅ্যান্ডপি-র বার্তা, শ্রীলঙ্কা আপাতত শোধ করতে না পারার কথা বললেও বিষয়টি আদতে পাকাপাকি। অর্থাৎ ওই ধার আর শোধ না হওয়ারই আশঙ্কা। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।