Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াইলে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন মোস্তফা সভাপতি, লিটন সম্পাদক

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

অবশেষে দীর্ঘ ১০বছর পর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন গত শনিবার সন্ধ্যায় উপজেলার বেলংকা রোড বালুর মাঠে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। এ সম্মেলনে সাইদুজ্জামান মোস্তফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সারোয়ার হোসেন লিটন কাউন্সিলরদের সরাসরি ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপজেলা বিএনপি’র আহবায়ক সাইদুজ্জমান মোস্তফার সভাপতিত্বে ও শরিফুল মাহমুদ শোয়েবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরিফুল আলম সহ-সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ কেন্দ্রীয় বিএনপি । সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি আমিরুজ্জামান, সহ সভাপতি আজিজুল হক দুলাল, জেলা যুবদলের আহবায়ক সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান। এছাড়াও উপজেলা বিএনপি’র সদস্য সচিব আখলাকুল ইসলাম অংকুর, উপজেলা যুবদলের আহবায়ক শরীফ আহম্মেদ আলেক, শরীফ উদ্দিন জুয়েল, সারোয়ার আলম, আব্দুল কাইয়ুম খান রুমান, মাজহারুল ইসলাম মকুলসহ ৭ ইউনিয়নের কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাড়াইলে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন মোস্তফা সভাপতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ