Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই ট্রাকের সংঘর্ষে ২ হেলপার নিহত

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা

রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলা সীমানার মজিদপুর গ্রামের তছির উদ্দিন কোল্ড স্টোরেজের সামনে দুটি ট্রাকের সংঘর্ষে দু’ট্রাকের দু’জন হেলপার নিহত হয়েছে। গতকাল রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার হাতিবান্ধা গ্রামের সাইফুল ইসলামের পুত্র হাসান আলী (২৫) ও লালমনিরহাট জেলার সদর উপজেলার উত্তর সাতটানা সাইটারি গ্রামের আব্দুস সামাদের পুত্র আলম ইসলাম (২২)। বড়দরগা হাইওয়ে ফাঁড়ি পুলিশের এসআই হাফিজুর রহমান জানান, সিমেন্ট ভর্তি রংপুরগামী ঢাকা মেট্রো ট ১৪-৬৯৭৪ নম্বরের ট্রাক বিকল হয়ে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে ছিল। ভোররাত সাড়ে ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা ইউরিয়া সার ভর্তি ঢাকা মেট্রো ট-১৮-৬৩০০ নম্বরের ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি উল্টে গিয়ে খাদে পড়ে কোল্ড স্টোরেজের প্রাচীরের সাথে ধাক্কা লাগে। এতে দুই ট্রাকের ২ হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। দুপুরে স্বজনরা এসে লাশ শনাক্তের পর ময়না তদন্তে রংপুর মর্গে প্রেরণ করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ২টি পুলিশ আটক করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই ট্রাকের সংঘর্ষে ২ হেলপার নিহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ