Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় জেএসসি পরীক্ষায় ফের প্রতারনার অভিযোগ উঠেছে। সম্মান শেষ বর্ষের ছাত্র হয়েও একরামুল হক ৮ম শ্রেণীতে রেজিষ্ট্রেশন করে মাদারপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছিল। অভিযোগ পাবার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গতকাল রোববার তাকে হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত একরামুল উপজেলার ঘোলা গ্রামের সাইফুল ইসলামের পুত্র এবং জয়পুরহাট সরকারী কলেজের সম্মান (বাংলা) শেষ বর্ষের ছাত্র। কেন্দ্র সচিব হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। উল্লেখ্য, গত ১ নভেম্বর চতরা জেএসসি কেন্দ্র থেকে ৪ কলেজ পড়–য়া ছাত্রকে অভিন্ন অভিযোগে গ্রেফতার করা হলেও ১১ ঘন্টা আটক রাখার পর থানা হাজত থেকে ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ