Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের সন্ধান পেতে অসহায় পিতার সাংবাদিক সম্মেলন

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো

খুলনা প্রেসক্লাবে বাগেরহাট থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া ছেলের সন্ধান পেতে গতকাল সাংবাদিক সম্মেলন করেন এক অসহায় পিতা সরদার আশরাফ হোসেন (৭৯)। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার জৌষ্ঠ্য পুত্র আব্দুল্লা আল মামুন পেশায় ব্যবসায়ী। গত ১১ অক্টোবর বিকাল ৩টায় আমার পুত্রকে দুইজন সাদা পোশাকধারী লোক মটর সাইকেলে বসিয়ে তাকে ধরে নিয়ে যায়। তার কিছুক্ষণপর আমার বাসায় পুলিশ ফোর্স প্রবেশ করে। তারা কেউ কেউ সাদা পোশাক পরা ও কেউ কেউ পুলিশি পোশাক পরা ছিল। পুলিশ আমার বাসা থেকে একটি ল্যাপটপ, একটি এয়ারগান ও একটি বই নিয়ে যায়। তারপর আমি থানায় ও ডিবি অফিসে যাই। কিন্তু পুলিশ ও ডিবি সদস্য আমার ছেলের কোন সন্ধান দিতে অস্বীকার করে। ১৮ অক্টোবর থানায় জিডি করি। কিন্তু আজ পর্যন্ত আমার ছেলের কোন সন্ধান আমি পাইনি। আমার ছেলে কোন দাগী সন্ত্রাসী কিংবা কোন দু®কৃতকারী নয়। আমার ছেলে যদি কোন অপরাধী হয় তাহলে তাকে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আদালতে যেন সোপর্দ করা হয়। বিনা বিচারে আমার ছেলেকে যেন গুম করা না হয়। তিনি এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছেলের সন্ধান পেতে অসহায় পিতার সাংবাদিক সম্মেলন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ