Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের টানা পঞ্চম হার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ১২:১১ এএম


চলতি আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান। আইপিএলের ২৩তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। ফলে চলতি আইপিএলে টানা পাঁচ ম্যাচ খেলে সবগুলোতেই হারলো রোহিতের মুম্বাই।

এ জয়ের ফলে ৫ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে পাঞ্জাব। অন্যদিকে টানা পাঁচ ম্যাচে হেরে তলানিতে আছে মুম্বােই। বুধবার রাতে মায়াঙ্ক আগরওয়াল ৫২,শিখর ধাওয়ান ৭০ ও জিতেশ শর্মা ৩০ রানের সুবাদে ৫ উইকেটে ১৯৮ রান তোলে পাঞ্জাব কিংস।

জবাবে ব্যাট কতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ৯ উইকেটে ১৮৬ রান তোলে। মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির পক্ষে রোহিত শর্মা ২৮,ডিওয়াল্ড ব্রেভিস ৪৯,সূর্যকুমার যাদব ৪৩, ও তিলক বর্মা সর্বোচ্চ ৩৬ রান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ