নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আইপিএলে কাগিসো রাবাদার বলে ছক্কা হাঁকিয়ে রেকর্ডের খাতায় রোহিত শর্মা। ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে স্পর্শ করলেন ১০ হাজার রান। বুধবার আইপিএলের ম্যাচে পুনেতে মাঠে নামার সময় মাইলফলক ছুঁতে রোহিতের প্রয়োজন ছিল ২৫ রান। রান তাড়ায় চতুর্থ ওভারে পাঞ্জাব কিংসের প্রোটিয়া পেসার রাবাদাকে ছক্কা হাঁকিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক।
সব মিলিয়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন রোহিত। এখানে আগে থেকে আছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, শোয়েব মালিক, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করে সবার ধরাছোঁয়ার বাইরে ক্যারিবিয়ান মহাতারকা গেইল। ৪৩৮ ইনিংসে ১১ হাজার ৬৯৮ রান করে তার পরে আছেন পাকিস্তানের মালিক।
৫১৯ ইনিংস খেলে ১১ হাজার ৪৭৪ রান করেছেন আরেক ক্যারিবিয়ান পোলার্ড। ৩৪২ ইনিংসে ১০ হাজার ৪৯৯ রান অস্ট্রেলিয়ান ওপেনার ফিঞ্চের। ৩১৩ ইনিংসে ১০ হাজার ৩৭৯ রান করে পাঁচে আছেন সাবেক ভারত অধিনায়ক কোহলি। তার চেয়ে এক ইনিংস বেশি খেলে ওয়ার্নারের রান ১০ হাজার ৩৭৩। এবারের আইপিএলে অনেকটাই নিষ্প্রভ থাকা রোহিত মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবশ্য বড় কিছু করতে পারেননি। পরের বলেই ক্যাচ দিয়ে বিদায় নেন ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রান করে। ৩৬২ ইনিংসে তার রান এখন ১০ হাজার ৩। ছয় সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৬৯টি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।