Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাজা বাড়ছে ব্লাটার-প্লাতিনির!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

আরও শাস্তি হতে পারে ফিফার সাবেক সভাপতি জেপ বøাটার ও উয়েফার সাবেক প্রধান মিশেল প্লাতিনির। দুর্নীতির অভিযোগে আগামী জুনে সুইজারল্যান্ডে বিচার শুরু হবে একসময়ে বিশ্ব ফুটবলের প্রভাবশালী এই দুই কর্মকর্তার। ৮৬ বছর বয়সী বøাটার ও প্লাতিনির বিরুদ্ধে জালিয়াতি, আত্মসাৎ, অবিশ্বস্ত ব্যবসা পরিচালনা ও নথি জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। গতপরশু রাতে সুইস আদালত জানায়, আগামী ৮ জুন শুনানি শুরু হবে।
সুইস প্রসিকিউটরদের অভিযোগ, ২০১১ সালে প্লাতিনিকে বেআইনিভাবে ২০ লাখ ইউরো প্রদান করেছিলেন ১৯৯৮ সাল থেকে টানা ১৭ বছর ফিফা প্রধানের দায়িত্বে থাকা বøাটার। গত নভেম্বরে তাদের অভিযুক্ত করা হয়। কোনোরকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অবশ্য বরাবরই অস্বীকার করে এসেছেন দুজন। আদালতে দোষী সাব্যস্ত হলে তাদের জেল বা জরিমানা হতে পারে।
ব্যাপক দুর্নীতির অভিযোগে ২০১৫ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ফিফার এথিক্স কমিটি। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকেই ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকান্ড থেকে আট বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে তা কমিয়ে ছয় বছর করা হয়। ১৯৯৮ থেকে ২০০২ সালের মেয়াদে ওই সময়ে ফিফা সভাপতি বøাটারের সঙ্গে পরামর্শম‚লক কাজের জন্য প্লাতিনিকে অর্থপ্রদানের ভিত্তিতে সুইস মামলাটি করা হয়। প্রসিকিউটররা বলেছেন, ৬৬ বছর বয়সী প্লাতিনি ‘তার পরামর্শম‚লক কার্যক্রম বন্ধ করার আট বছর পর’ অর্থপ্রাপ্তির দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ