মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের পর এবার ফিনল্যান্ড সীমান্তের দিকে সামরিক সরঞ্জাম সরানো শুরু করেছে রুশ সেনারা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও ফিনল্যান্ড সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া তার উত্তর-পশ্চিম প্রান্তে ফিনল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে। ডেইলি মেইলের ভাষ্যমতে, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার বিষয়ে ফিনল্যান্ডকে হুঁশিয়ারি দেয়ার পর দেশটির সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য সামরিক সরঞ্জাম স্থানান্তর শুরু করেছে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের পরই ন্যাটো জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে ফিনল্যান্ড ও সুইডেন। দেশ দুটিকে দ্রুতই ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে বলে ধারণা পশ্চিমা গণমাধ্যমগুলোর।
ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেয়ার খবর বেরোনোর পরই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ন্যাটো জোটের বিস্তারের মাধ্যমে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।