Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার কাছে আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই

ইউক্রেনে যুদ্ধ করা ব্রিটিশ যুবক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

গতকালই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের কাছে মারিওপোলে ইউক্রেনের মেরিন ব্রিগেডের ১০২৬ সেনা আত্মসমর্পণ করেছে। অবশ্য ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই। তবে বন্দর নগরীটিতে ইউক্রেনের হয়ে যুদ্ধ করা এক বৃটিশ যোদ্ধা তার পরিবারকে জানিয়েছেন, তিনি রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। এছাড়া তাদের সামনে আর কোন উপায় নেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, অ্যাইডেন অ্যাসলিন যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ারের বাসিন্দা। ২০১৮ সালে তিনি ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন এবং সেখানে তিনি ইউক্রেন সেনাবাহিনীর মেরিন ইউনিটে সেনা হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি মারিওপোলে আছেন।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মারিওপোলে যুদ্ধরত অবস্থায় থাকা অ্যাসলিন তার মা অ্যাং উডকে জানিয়েছে যে তাদের সামনে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনও উপায় নেই। অ্যাসলিনের মা অ্যাং উড বলেন, ‘সে আমাকে বলেছে তাদের কাছে লড়াই করার মতো আর কোনও অস্ত্র নেই।’ তিনি আরও বলেন, ‘আমি আমার সন্তানকে ভালোবাসি, সে আমার নায়ক। তারা তাকে যুদ্ধের জাহান্নামে ফেলে দিয়েছে।’ সূত্র : বিবিসি ন্উিজ।



 

Show all comments
  • Mohmmed Dolilur ১৪ এপ্রিল, ২০২২, ৯:০৯ এএম says : 0
    Very nice and good your desertion
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ