Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুনে মালয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ সাবিনাদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ৮:৪২ পিএম

দীর্ঘদিন ধরে বিদেশী দলের বিপক্ষে খেলা হচ্ছে না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। গত বছরের সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাই পর্বে সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর আর কোন ম্যাচ খেলা হয়নি। এবার ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকাররা।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ ও ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী দলের দুটি প্রীতি ম্যাচ হবে সিলেট জেলা স্টেডিয়ামে। যদিও র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া বেশ এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে। র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৮৮তম। আর বাংলাদেশের অবস্থান ১৪৫! তারপরও ম্যাচ দুটি নিয়ে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বুধবার বলেন, ‘জুনে সিলেটে আমরা মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছি। মালয়েশিয়াকে আতিথ্য দেওয়ার সুবাদে আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলারও সুযোগ পাবো। সামনেই মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমস। এর আগে দুটি প্রীতি ম্যাচ থেকে আমাদের ভালো কিছু অর্জন হবে বলে আশা করি।’

জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটনও প্রীতি ম্যাচ খেলতে মুখিয়ে আছেন। প্রস্তুতি নিতে পারার সুযোগ পেয়ে খুশি তিনি। ছোটন বলেন,‘মালয়েশিয়ার বিপক্ষে খেলতে পারলে দলের জন্য ভালো হবে। মেয়েরা আরও পরিপক্ক হবে। আমি আশাকরি মালয়েশিয়ার বিপক্ষে আমাদের মেয়েরা ভালো খেলবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ