Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাংলাদেশ থেকে বিশ্বকাপ চলে গেল দক্ষিণ আফ্রিকায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১:০২ পিএম | আপডেট : ১:১৪ পিএম, ১৩ এপ্রিল, ২০২২

২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি এক বছরের জন্য স্থগিত হয়। এরপর ২০২১ সালের ডিসেম্বরেও মাঠে গড়ায়নি এই বিশ্বকাপ আসর। চলতি বছর প্রমীলা ক্রিকেটের বয়সভিত্তিক বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা থাকলেও শেষপর্যন্ত এটি আর বাংলাদেশের হাতে নেই, নতুন আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘প্রথম প্রমীলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ করার ব্যাপারে আমরা আগ্রহী ছিলাম। সেই দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছিল। ২০২০ সালে হওয়ার কথা, কিন্তু করোনার কারণে আসর পিছিয়ে যায়।’


সঙ্গে যোগ করেন নিজামউদ্দিন, ‘পরবর্তীতে আমাদের কাছে জানতে চাওয়া হয়, আমরা আমাদের আগ্রহের কথা জানিয়েছিলাম। তখন আমাদের যে এফটিপি কমিটমেন্ট আছে এটার কারণে আমরা কোনো ম্যাচ ঢাকায় আয়োজন করতে পারছি না। যেহেতু ঢাকার বাইরে করতে হচ্ছে, বাজেট অনুযায়ী করা কঠিন। সার্বিক বিষয় বিবেচনা করে দক্ষিণ আফ্রিকাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

এদিকে ২০১১ সালে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক ছিল বাংলাদেশ দল। ২০৩১ সালেও ভারতের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজন করবে বাংলাদেশ। ২০৩১ সালের মধ্যে এশিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি ইভেন্টগুলোর সহ-আয়জকের দায়িত্ব পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, তা জানতে চাওয়া হয় প্রধান নির্বাহীর কাছে।

জবাবে নিজামউদ্দিন বলেন, ‘এ ধরনের আলোচনার সুযোগ নেই। আইসিসি ইভেন্ট কোথায় হবে আইসিসিই ঠিক করে দেয়। কেউ দায়িত্ব পাওয়ার পর তার সাথে সহ-আয়োজক হিসেবে কাউকে নতুন করে যুক্ত করার সুযোগ বোধহয় এখন নেই, বা এমন হয় না আসলে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ