বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দাবি মেনে নেওয়ার আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন আজ বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বলেন। পরে কর্মবিরতি প্রত্যাহারের কথা জানানো হয়।
এ সময় দাবি মেনে নেওয়া হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘আজকের এ কার্যক্রমে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।’
বেতন-ভাতা (মাইলেজ) সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় সারা দেশে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। ফলে আজ বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।