পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইউরোপের দেশ রোমানিয়া থেকে একটি কনস্যুলার প্রতিনিধি দল ভিসার কার্যক্রমে সহযোগিতা করতে আগামী শুক্রবার (১৫ এপ্রিল) ঢাকায় আসছেন। আশা করা হচ্ছে, প্রতিনিধি দল সফরে পাঁচ হাজার ভিসা ইস্যু করবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শুক্রবার ঢাকায় পৌঁছানোর পর রোমানিয়ার প্রতিনিধি দল আগামী ১৭ এপ্রিল থেকে ভিসা কার্যক্রম শুরু করবে। গত ১৪ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, চূড়ান্তভাবে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে ছয় সদস্যের একটি কনসলার প্রতিনিধি দল পাঠাচ্ছে। তারা ঝুলে থাকা ৩ হাজার ৪০০ ভিসাসহ মোট পাঁচ হাজার ভিসা ইস্যু করবে। এক্ষেত্রে তাদের স্থানীয় সহযোগিতা লাগবে। রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রথম কোনো দেশে কনস্যুলার টিম পাঠাচ্ছে বলেও জানান ড. মোমেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।