Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের ১৭ কোটি মানুষই বিরোধী দলের : মান্না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১২:০৯ এএম

দেশের ১৭ কোটি মানুষই বিরোধী দলে বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, পুলিশ গুলি করবে না- এমন নিশ্চয়তা পেলে এই সরকারকে বিদায় করতে ১৭ কোটি মানুষই আন্দোলনে নামবে। সরকারকে বিদায় করেই তারা ঘরে ফিরবে। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন এ ইফতার মাহফিলের আয়োজন করে।

দেশে শক্তিশালী বিরোধী দল নেই- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মান্না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে শক্তিশালী বিরোধী দল নেই। অথচ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল জনগণের ন্যায্য দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে, কর্মসূচি পালন করছে। কিছুদিন আগে বিএনপির স্বাধীনতা র‌্যালিতে রেকর্ড সংখ্যক লোক হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশে করেছে। অথচ প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল খুঁজে পাচ্ছেন না। প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি একবার বলুন- গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছি। তারপর আপনি ঘরের মধ্যে বসেই দেখতে পাবেন দেশে বিরোধী দল আছে কি-না।

সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ মন্তব্য করে মান্না আরও বলেন, তাদেরকে বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুল হাই শিকদার, তাঁতী দলের ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের রবিউল ইসলাম রবি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ