Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মেসিকে বার্সায় ফিরতে বললেন আলভেজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১১:৪২ পিএম

লিওনেল মেসি ক্যারিয়ারের পুরোটা সময়ই বাসায় কাটিয়েছেন। এক মৌসুম পার না হতেই নতুন গুঞ্জন মেসির ফেরার। এবার তাকে ফিরতে বলেছেন সাবেক সতীর্থ দানি আলভেজও। মেসির ফেরার ব্যাপারে এই ব্রাজিলিয়ান তারকা স্পোর্তকে বলেছেন, ‘আমি জানি না সে কী ভাবছে বা করতে চায়। মেসি বার্সেলোনায় ফিরে আসতে পারে বছর খানেকের জন্য, আমার সঙ্গে ‘শেষ নাচ’ দিতে। কেন নয়?’

‘এখানকার চেয়ে ভালো জায়গা কোথাও নেই। আমরা বার্সেলোনার চেয়ে কোথাও ভালো থাকতে পারি না। সে ছেড়ে গেছে আর অভিজ্ঞতা নিয়েছে। এখন যদি সে যদি চায় তাহলে ঘরে ফেরার সময় হয়েছে।’

মেসিকে ফেরার কথা বললেও আলভেজের নিজেরই এই মৌসুম শেষে থাকার নিশ্চয়তা নেই। এক বছরের চুক্তিতে বার্সেলোনায় ফিরেছেন তিনি। মৌসুম শেষে চুক্তি নবায়ন হবে কি না, সেটাও অজানা। তবে চুক্তির বিষয়ে ভাবনা নেই বলেই জানিয়েছেন আলভেজ।

তিনি বলেছেন, ‘না, আমি আমার প্রথম অধ্যায়ের মতোই চেষ্টা করবো : শেষ পর্যন্ত লড়াই করা। আমি যখন কোনো মিশনে থাকি, নিজের সবকিছু সেখানে দিয়ে দেই। আমি নিজের সেরা সংস্করণ দিতে চাই এখানে, ভালো থাকতে চাই। যখন মৌসুম শেষ হয়ে যাবে তারা আমাকে জানাবে চালিয়ে যেতে পারবো কি না।’

এছাড়া তিনি বলেন,‘আমার এমনিতে কোনো আফসোস নেই। আমাদের বয়স হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্বচ্ছতা। যদি তারা আমার কাছে এসে মুখের ওপর বলে দেয় চালিয়ে যেতে পারবো না তাহলেও কোনো সমস্যা নেই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ