Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন চেলসির রিয়াল পরীক্ষা রাতে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১১:২২ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই নক-আউট ম্যাচে হ্যাটট্রিক। রিয়াল মাদ্রিদকে যেন একাই টানছেন করিম বেনজেমা। তাকে ছাড়া খেলতে নেমে লা লিগার ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল লস ব্লাঙ্কোসরা। তিনি ফিরতেই আবারও ছন্দে ফিরেছে রিয়াল। সেই রিয়াল মাদ্রিদের-চেলসি পরীক্ষা শুরু হচ্ছে রাত ১ টায়।

সবাই বলছেন, রিয়াল নাকি নির্ভরশীল বেনজেমার ওপর। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে মাঠে নামার আগে এটা স্বীকার করেছেন দলটির কোচ কার্লো আনচেলত্তিও। বেনজেমার হ্যাটট্রিকেই প্রথম লেগে ৩-১ গোলের জয় এসেছিল। তার ওপর নির্ভরশীল হতে পেরে খুশি রিয়াল কোচ।

তিনি বলেছেন, ‘মৌসুম বলছে দুজন স্ট্রাইকারই আমাদের জন্য দাঁড়িয়েছে। অতীতে আমাদের ক্রিশ্চিয়ানো ও বেল ছিল...বেনজেমার ওপর আমরা নির্ভরশীল এটা সত্যি, লুকানোর কিছু নেই। আমি খুবই খুশি তার ওপর নির্ভরশীল হতে পেরে।’

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ গোল করেছেন বেনজেমা। তার চেয়ে বেশি গোল করেছেন কেবল বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডভস্কি। গুঞ্জন ছড়িয়েছে আগামী মৌসুম আর্লিং হালান্ডকে দলে এনে বেনজেমাকে ছেড়ে দেবে রিয়াল। এমন প্রশ্ন শুনতেই আনচেলত্তি বলেছেন, ‘এটা কী প্রশ্ন...দুঃখিত, আমি এর জবাব দেবো না।’

‘বেনজেমা আধুনিক সেন্টার ফরোয়ার্ড। আগের নম্বর নাইন ছিল একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে, বল পেলে ফিনিশ করবে। বেনজেমা এমন একজন স্ট্রাইকার, যাদের আধুনিক ফুটবল চায়। শ্যুটিং, খেলা, রক্ষণের কাজ, বল দূরে সরতে না দেওয়া...এখন সেন্টার ফরোয়ার্ড যেমন হওয়া উচিত তার উজ্জ্বল উদাহরণ বেনজেমা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ