পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আর্থিক সঙ্কটে থাকা মানুষদের এক টাকায় এক বেলার খাবার দেয়া হচ্ছে নারায়ণগঞ্জ এলাকায়। প্রতি বছরের ন্যায় এবার রমজানের শুরুতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রজেক্ট এক টাকার খাবার’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রথম রমজান থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে পুরো মাস।
নারায়ণগঞ্জ এর স্বেচ্ছাসেবক প্রধান মো. শাখাওয়াত হোসেন জানান, প্রজেক্টটি ২০১২ সালে থেকে তাদের কার্যক্রম শুরু করে। তবে ২০১৭ সালে নারায়ণগঞ্জে এ সংগঠনের কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই প্রজেক্টটি নারায়ণগঞ্জসহ দেশের মোট ২২টি জেলায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া ভারত, নেপাল, পূর্ব আফ্রিকা, সিরিয়াসহ বিভিন্ন দেশে দুঃস্থ-অসহায়-দরিদ্র মানুষদের জন্য ছোট আকারে এই খাবারের দোকান চালু হয়েছে।
নারায়ণগঞ্জ টিম’র পরামর্শক ও উপদেষ্টা ফাতেমাতুজ জোহরা বলেন, এই রমজানে দেশের পরিস্থিতি বিবেচনা করে পুরো রমজান মাস জুড়েই নারায়ণগঞ্জের ২৫টি লোকেশনে প্রতিদিন ১০০-১৫০ জন দুঃস্থ-অসহায়-দরিদ্র মানুষকে ইফতার করানো হচ্ছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জের চাষাড়া, জামতলা, শিবু মার্কেট, নারায়ণগঞ্জ রেল স্টেশন, বন্দরসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে। শেষ রমজান পর্যন্ত এ কর্যক্রম চলবে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।