Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক রেটিং দাবায় সেরা রাজীব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ৮:২৩ পিএম

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব অপরাজিত থেকে সেরার খেতাব জিতেছেন। রাজীব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার খন্দকার আমিন প্রত্যেকেই নয় খেলায় সাড়ে ৭ পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতির কাট ওয়ান বুশলজ স্কোরে চ্যাম্পিায়ন হন গ্র্যান্ড মাস্টার রাজীব, রানারআপ গ্র্যান্ড মাস্টার জিয়া ও তৃতীয় হন ফিদে মাস্টার আমিন।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে আন্তর্জাতিক রেটিং দাবার চ্যাম্পিয়ন, রানারআপ, তৃতীয়স্থান অর্জনকারী ও অন্যান্য দাবাড়–দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অপরাজিত চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাবের রাজীব নগদ ৫০ হাজার, রানারআপ বাংলাদেশ পুলিশের গ্র্যান্ডমাস্টার জিয়া ৩০ হাজার এবং তৃতীয় নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিন নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার পান। এছাড়া প্রতিযোগিতায় অন্য দাবাড়–রাও নগদ অর্থ পুরস্কার পেয়েছেন। দাবাড়–দের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকাবল বিন আনোয়ার ডন। এ সময় দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, কার্যনির্বাহী সদস্য আন্তর্জাতিক সংগঠক মাহমুদা হক চৌধুরী মলি ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ