Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারা টেস্টে খালেদকে আইসিসি’র জরিমানা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ৭:৩৮ পিএম

পোর্ট এলিজাবেথ টেস্টে বল হাতে বেশ আগ্রাসন দেখিয়েছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। ম্যাচে অতি আগ্রাসন দেখিয়ে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটর কাইল ভেরেইনেকে বল ছুঁড়ে মেরেছিলেন। ওই ঘটনায় বাংলাদেশ পেসারকে জরিমানা করেছে আইসিসি।

খালেদের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির লেভেন-১ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আচরণবিধির ২.৯ ধারায় বলা আছে, কোন ক্রিকেটার আম্পায়ার, ব্যাটার বা অফিসিয়ালের প্রতি অখেলোয়াড় সুলভ আচরণ করেন তবে তা আরচণবিধি ভঙ্গের আওতায় পড়বে।

ওই আচরণের জন্য আইসিসি তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া আইসিসির আচরণবিধি ভঙ্গের নীতিমালা অনুযায়ী, দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। খালেদ তার বিরুদ্ধে ম্যাচ রেফারির আনিত অভিযোগ মেনে নেওয়ায় শুনানির দরকার পড়েনি।

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে। ৯৫তম ওভারে খালেদ বল ছুঁড়ে মারেন ভেরেইনেকে। সেটা তার হাতে গিয়ে লাগে। এতে রেগে যান প্রোটিয়া ব্যাটার। খালেদও ছুটে গিয়ে তার সঙ্গে তর্কে জড়ান। পরে আম্পায়ার তাকে সতর্ক করে দেন। অবশ্য এই ঘটনার পর খালেদও দুঃখ প্রকাশ করেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ