নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অর্থনৈতিক দুর্দশার মধ্যদিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরের ভেন্যু সরে যেতে পারে অন্য কোথাও। এ নিয়ে জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত জানাবে এশিয়ান ক্রিকেট ( এসিসি)। শ্রীলঙ্কায় এশিয়া কাপ অনুষ্ঠিত না হলে বাংলাদেশ এর আয়োজন হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী কর্মকতা (সিইও) নিজার উদ্দিন চৌধুরী সুজন।
এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার দুপুরে মিরপুরে সাংবাদিকদের সুজন বলেন,‘এখন পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এটা আয়োজনের দায়িত্বে আছে। তারা এটা আয়োজন করবে। আয়োজন না হওয়ার বিষয়গুলো যদি কখনও আলোচনা হয় সেটা নির্দিষ্ট জায়গায় হয়। এগুলো এসিসির কমিটিতে আলোচনা হয়। সেই বিষয়গুলো এখনও আসেনি। আমরা এ ধরনের কোনো বিষয়ে অবগত নই।’
বাংলাদেশ আয়োজক হতে চায় কি-না? এমন প্রশ্নে সুজন বলেন,‘আগে শ্রীলঙ্কা জানাক, তারা আয়োজন করবে না। তারপর দেখা যাক কি হয়। আমার মনে হয়, তারা এখন আয়োজক আছে। ওরা আগে সিদ্ধান্ত নিক, তারপর দেখা যাবে।’
আগামী ২৭ শে আগস্ট থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে এবার হওয়ার কথা ছিল এশিয়া কাপ। গত মাসেই এজিএম মিটিংয়ে আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কার নাম চূড়ান্ত হয়।
এশিয়ার টেস্ট খেলুড়ে পাঁচ দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে বাছাই পর্ব পেরিয়ে আসা আরেকটি দল অংশ নেবে এশিয়া কাপে। বাছাই পর্বের ম্যাচ শুরু হওয়ার কথা ২০শে আগস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।