Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাঁস হওয়া জার্সিতেই কাতার বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ৫:২৮ পিএম

ভক্তরা এতো দিন জানতেন আর্জেন্টিনার জার্সি মানে তো আকাশি আর সাদার মিশেল। আর ব্রাজিলের জার্সির ক্ষেত্রেও সেটি যে হলুদই হবে। কারণ জাতীয় দলের জার্সির রঙ তো আর খুব বেশি বদলায় না। ফ্রান্সের নীল, স্পেনের লাল... জার্সির রঙেও আলাদা ডাকনাম পায় দলগুলো।

তবু বিশ্বকাপের বছরে আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা জার্মানি-স্পেন-ফ্রান্স বা পর্তুগালের মতো দলগুলোর জার্সি কেমন হবে, সে নিয়েও তুমুল আগ্রহ থাকে দলগুলোর সমর্থকদের মাঝে। আর্জেন্টিনার সমর্থকদের সে অপেক্ষার বুঝি শেষ হচ্ছে জুনেই। গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা জার্সির নকশা ঘুরে বেড়াচ্ছে। ২০১৪ বিশ্বকাপের জার্সির সঙ্গে কিছুটা মিল আছে এই জার্সির।

শোনা যাচ্ছে, কাতার ২০২২ বিশ্বকাপে এই জার্সি পরেই খেলবেন মেসিরা। তবে কাতার বিশ্বকাপ তো নভেম্বরে, তার আগে জুনেই সে জার্সি পরে খেলা হয়ে যাবে মেসিদের। টুইটারে গতকাল থেকে যে জার্সির নকশা ভেসে বেড়াচ্ছে, সেখানে দেখা যাচ্ছে, আকাশি-সাদা রঙের জার্সিটার নকশা এবার একটু ভিন্ন হচ্ছে। জার্সির সামনের দিকে নকশাটা যে রকম, পেছনের দিকের নকশাটা সে রকম হবে না এবার।

জার্সিটার সামনের দিকে সাদার মধ্যে আকাশী নীল রঙের তিনটি মোটা স্ট্রাইপ, পেছনের দিকে মোটা দুই স্ট্রাইপের মাঝখানে কিছুটা পাতলা দুটি স্ট্রাইপ থাকবে। জার্সির নিচের অংশে ও দুই পাশে কালো রঙের স্ট্রাইপও থাকছে। কাঁধের দিকে থাকবে তিনটি ছোট সমান্তরাল স্ট্রাইপ-ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের জার্সিতে সব সময়ই এমন তিনটি স্ট্রাইপ থাকে।

আর্জেন্টিনার ফুটবলবিষয়ক ব্লগ মুন্দো আলবিসেলেস্তের প্রতিষ্ঠাতা রয় নেমার জার্সিটি টুইট করে জানায়, এটিই বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি হতে পারে বলে গুঞ্জন চলছে।

একই জার্সির ছবি টুইট করে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টের সাংবাদিক গাস্তন এদুল লিখেছেন, ‘জাতীয় দলের বিশ্বকাপের জার্সি বলে এই জার্সিটার ছবি ভেসে বেড়াচ্ছে। তবে এটিই সেই জার্সি নয়। বিশ্বকাপের জার্সিটা এই জার্সির কাছাকাছি কিছুই হবে। তবে ছবিতে যে জার্সি দেখা যাচ্ছে, ঠিক এটিই বিশ্বকাপের জার্সি হবে না।’

ইতালির বিপক্ষে ফিনালিসমোতে আর্জেন্টিনা প্রথমবারের মতো তাদের কাতার বিশ্বকাপের জার্সি পরবে। ম্যাচটা হবে ১ জুন, লন্ডনের ওয়েম্বলিতে।

কয় দিন ধরেই অবশ্য টুইটারে গুঞ্জন, আর্জেন্টিনার বিশ্বকাপের জার্সিতে বড় দুই স্ট্রাইপের মধ্যে ছোট দুটি স্ট্রাইপ থাকবে। আর্জেন্টিনা দলবিষয়ক সংবাদের ক্ষেত্রে নির্ভরযোগ্য সাংবাদিকদের একজন গাস্তন এদুলের টুইটও অনেকটা নিশ্চিত করে দিচ্ছে, জার্সিটা এর কাছাকাছি কিছুই হবে।

তবে শেষ পর্যন্ত জার্সিটা আনুষ্ঠানিকভাবে কোনো নকশার হতে পারে, সেটি ১ জুনই জেনে যাবেন আর্জেন্টিনা সমর্থকেরা। সে দিন ইংল্যান্ডের ফুটবলতীর্থ ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ