Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাগলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১ টন জাটকা উদ্ধার

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার
জেলার পাগলা কোস্ট গার্ড একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ টন জাটকা জব্দ করেছে। শনিবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদের তত্ত্বাবধানে টিম লিডার ইআরএ-৩ এম এন জামান বুড়িগঙ্গা নদীর মুক্তারপুর ব্রিজ এলাকার অভিযান পরিচালনা করেন।
এসময় ‘‘এম ভি ফারহান-৫” নামক লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়। আটককৃত জাটকার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য পাগলা, ফতুল¬া নারায়ণগঞ্জ এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন-এর ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত জাটকাগুলো হস্তান্তর করা হয়। পরে আদালত জাটকাগুলো জেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করে। শনিবার দুপুরে গণমাধ্যমে পাগলা কোস্ট গার্ডের লেঃ কমান্ডার সায়ীদ এম কাশেম কর্তৃক পঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাগলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১ টন জাটকা উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ