Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাড়ি কেন ধাওয়া করে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি জরুরি বিষয়। রাস্তার মধ্যে অনেক সময়ই দেখা যায় কুকুর ধাওয়া করছে বিভিন্ন ধরনের গাড়ির পেছনে। সবাই বিষয়টি এড়িয়ে গেলেও, এর পেছনে রয়েছে অনেক কারণ। বিনা কারনে একটি কুকুর গাড়ির পেছনে ধাওয়া করে না।
রাস্তায় যে সকল কুকুর দেখা যায়, তাদের নিজস্ব একটি এলাকা রয়েছে। তারা নিজেরাই সেই এলাকার বাইরে যায় না এবং অন্য এলাকার কুকুরদের তাদের এলাকায় এলে তা বরদাস্ত করে না। এই ঘটনা সবাই কমবেশি জানেন।
একই ভাবে বাইরের কোনও গাড়ি সেই এলাকায় প্রবেশ করলে তারা সেই গাড়িকে ধাওয়া করে। কুকুরের দল বুঝে যায় যে, সেই গাড়ি তাদের এলাকার নয়। আবার এলাকার কোনও গাড়ির পেছনে তারা ধাওয়া করে না। একই সঙ্গে তারা রাস্তার মধ্যে থাকার কারণে, সবার আগে সেই বিষয়ে বুঝে যায়। এর ফলে গাড়ির পেছনে ধাওয়া করে কুকুরের দল।
অনেক সময় কুকুরদের পাশ দিয়ে কেউ জোরে গাড়ি চালিয়ে গেলেও তারা চিৎকার করে ওঠে এবং তাদের পেছনে দৌঁড়াতে শুরু করে। এটা অনেক সময়েই তারা করে তাদের একাকিত্বের জন্য। তারা সবসময় একা একাই থাকে রাস্তার পাশে। এর ফলে অচেনা কোনও গাড়ি দেখলে তারা এমন করে ওঠে। এটা তাদের স্বভাবের একটি দিক।
কুকুরের দল বেশিরভাগ সময় গাড়ির পেছনে ধাওয়া করে ভয় থেকে। কারণ তারা রাস্তার মধ্যেই থাকে। অনেক সময়ই রাস্তা দিয়ে এভাবে গাড়ি চালানো হয় যে তাদের ক্ষতি হয়। অনেক সময় তারা মারাও যায়। সেই সব জিনিস তাদের চোখের সামনে ঘটার ফলে, তাদের মনে ভয় কাজ করে। এর ফলে রাস্তা দিয়ে গাড়ি যেতে দেখলেই তারা চিৎকার করে ওঠে এবং গাড়ির পেছনে দৌঁড়াতে শুরু করে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ