Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় হাইকমিশনের ইফতারে বিএনপি নেতারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১০:৪২ পিএম

ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের চার নেতা। সোমবার (১১ এপ্রিল) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হাইকমিশন আয়োজিত এই ইফতারে অংশ নেন তারা।

বিএনপি সূত্রে জানা গেছে, ইফতারে বিএনপি ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। দলের নেতাদের মধ্যে ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ অংশ নেন।

জানা গেছে, ইফতারে অংশ নেওয়া প্রত্যেক নেতার জন্য পৃথক আসন নির্ধারণ করা হয়। বিগত বছরগুলোতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শামা ওবায়েদ অংশগ্রহণ করলেও এবারই প্রথম বেশ কয়েকজন নেতা ইফতারে অংশ নিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা অংশ নিয়েছেন। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর দাওয়াত থাকলেও তিনি দেশের বাইরে থাকায় ইফতারে অংশ নিতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ