Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সফিপুরে বসল অ্যাথলেটিক্স ট্র্যাক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ৯:০৭ পিএম

ঘরোয়া সর্বোচ্চ ক্রীড়া আসর বাংলাদেশ গেমসে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। বিভিন্ন খেলাধুলার অধিকাংশ ক্ষেত্রেই এই সংস্থার ক্রীড়াবিদরা সেরার খেতাব জিতে নেন। কিন্তু অ্যাথলেটিক্সে নজরকাড়া সাফল্য নেই তাদের। সব সময়ই ঘাসের মাঠে অনুশীলন করে ট্র্যাকে এসে খেলছেন এই সংস্থার অ্যাথলেটরা। তাই তাদের সাফল্য চোখে পড়ার মতো নয়- এমন দাবি আনসারে ক্রীড়া সংশ্লিষ্টদের। তবে এবার অ্যাথলেটিক্সে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ আনসার। সফিপুরের আনসার একাডেমিতে অ্যাথলেটিক্স ট্র্যাক বসিয়েছে আনসার কর্তৃপক্ষ। যেখানে কোচ কবির হোসেন ও বেনজির আহমেদের তত্বাবধানে অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে ৬০ জন অ্যাথলেট প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের লক্ষ্য ঘরোয়া ও আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা।

এ প্রসঙ্গে আনসারের সহকারী পরিচালক (ক্রীড়া) রায়হান উদ্দিন ফকির সোমবার বলেন, ‘দেশের খেলাধূলায় সব সময়ই আনসার এগিয়ে থাকে। তবে অ্যাথলেটিক্সে কিছুটা পিছিয়ে আমরা। এবার মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম স্যারের উদ্যোগে একাডেমিতে সিনথেটিক টার্ফ বসানো হয়েছে। দেশের অন্যতম জনপ্রিয় এই ডিসিপ্লিনেও আমরা সেরা হতে চাই।’

২০১৮ সাল থেকে জাতীয় অ্যাথলেটিক্সের শটপুটে স্বর্ণজয়ী আনসারের শ্রাবনী মল্লিক বলেন, ‘আমাদের চাওয়া পূরণ হয়েছে। আরও ভালোভাবে অনুশীলন করে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতে পারবো।’ ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জয়ী কবিতা রায় বলেন, ‘আগে ঘাসের মাঠে অনুশীলন করে ট্র্যাকে গিয়ে খেলতাম। এবার ট্র্যাকে অনুশীলন করে জাতীয় মিটে খেলতে পারবো। পারফরম্যান্সও ভাল হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ