মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝে ফিলিস্তিনের এক নিরস্ত্র নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমে রোববার এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) ঘটনার সত্যতা স্বীকার করেছে। খবর আল জাজিরা ও আরব নিউজের।
আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ওই নারীর আচরণ সন্দেহজনক ছিল। তাকে আটক করতে সেনারা প্রথমে ফাঁকা গুলি চালায়। কিন্তু সে থামেনি। তখন সেনারা ওই নারীর পায়ে গুলি করে। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী ওই নারীর নাম গাদা ইব্রাহিম আলী আল-সাবাতিন।
নির্মমভাবে গুলি করে মারার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওই নারী একটি ব্যস্ত সড়কের ফুটপাত দিয়ে দ্রুত গতিতে হেঁটে যাচ্ছিলেন। সেখানে পাহারায় থাকা ইসরায়েলি সেনারা তাকে গুলিবর্ষণ করে হত্যা করে।
ওই ভিডিওটি রাস্তার অপরপাশের ফুটপাত থেকে ধারণ করা। ফলে এ সময় ওই নারী ও সেনাদের মধ্যে কোনো বাক্য বিনিময় হয়েছিল কি না তা বোঝা যায়নি। এছাড়া সেনাদের ফাঁকা গুলি ছোড়া ও গুলি করার আগের প্রেক্ষাপট ভিডিওতে দেখানো হয়নি।
বুলেটের আঘাতে ওই নারী মাটিতে পড়ে যান। এরপর সেনারা তাকে মোটা কাগজের বোর্ড দিয়ে ঢেকে ফেলে। সেনাদের দাবি, এ সময় তারা ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দেয়।
ফিলিস্তিনের চিকিৎসকরা বলছেন, গুলিবিদ্ধ ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু উরুর ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।
এছাড়াও রোববার পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা কয়েকটি বড় অভিযান চালায়। এতে ১১ জন আহত হন। গ্রেপ্তার করা হয় ২০ জন ফিলিস্তিনিকে। সেনাদের দাবি, তারা সবাই ‘সন্ত্রাসী কার্যকলাপের’ সঙ্গে জড়িত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।