বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রাজধানীর মুগদা থানাধীন দক্ষিই মান্ডার ধার্মিক পাড়ায় গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। হামলার সাথে জড়িত অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহতরা হলেন, সাহারা আক্তার (৩০) ও তার ভাগ্নে জনি (২৭) এবং সেলিম (৩০)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, ধার্মিকপাড়ার বাসিন্দা সাহারা আক্তারের প্রতিবেশীদের সঙ্গে দুই শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বিকেল ৪টার দিকে প্রতিবেশী সেলিম ওই জমিতে ঘর নির্মাণ করতে যায়। এ সময় সাহারার পরিবারের লোকজনের সাথে প্রথমে কথা কাটাকাটি ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জনির মাথা কেটে যায়। গুরুতর আহত হয়েছেন উভয় পক্ষের আরো দু’জন।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সেলিমের চিকিৎসা করানোর সময় পুলিশ সেলিমের ভাই রাসেলকে গ্রেফতার করে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।