Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ. আফ্রিকায় করোনা আক্রান্ত রাসেল ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ৪:২৬ এএম

নিজের ঘরের মাঠের টেস্টে দলের সঙ্গে থাকা হচ্ছে না টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানায়, পজিটিভ রিপোর্ট আসার পর থেকে আইসোলেশনে আছেন ডমিঙ্গো।

বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরি জানান, মৃদু উপসর্গ রয়েছে প্রধান কোচের। তিনি বলেন,‘৭ এপ্রিল ডমিঙ্গোর মাঝে উপসর্গ দেখা দেয়। সেদিনই এন্টিজেন পরীক্ষার পর পিসিআর পরীক্ষা করা হয়। পরদিন পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে আইসোলেশনে আছেন তিনি।’

ডমিঙ্গোর শহর পোর্ট এলিজাবেথে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো অবস্থায় নেই দল। চতুর্থ ইনিংসে তাদের ৪১৩ রানের ভীষণ কঠিন এক লক্ষ‍্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ