পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গত ৩ মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় মোট ৪০ জন নিহত হয়েছেন। গতকাল আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে এমন তথ্য জানানো হয়।
দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ১৯৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনার খবর প্রকাশ হয়েছে। এই ঘটনাগুলোতে মোট ২ হাজার ১৭৩ জন আহত হয়েছেন। নিহত ৪০ জনের মধ্যে ১০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক ছিলেন। বাকী ৩০ জনের কোন রাজনৈতিক পরিচয় ছিল না।
আসক আরও জানায়, গত ১ মাসে সারাদেশে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ১৬টি সংঘর্ষের ঘটনায় ২৫০ জন আহত হয়েছেন। এছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের ২টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ৬টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯৪ জন আহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।