মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ৬০ ফুট দীর্ঘ একটি লোহার সেতু চুরির ঘটনা ঘটেছে। একদল চোর দু’দিন ধরে ৫০০ টন ওজনের লোহার এই সেতু ভেঙে নিয়ে পালিয়েছে। সেখানকার স্থানীয় সেচ কর্মকর্তা সেজে সেতুটি চুরি করে নিয়ে গেছে চোর চক্রটি। পরে জানা যায়, তারা আসলে সেচ কর্মকর্তা ছিলেন না। -এএফপি, এএনআই
গতকাল শনিবার বিহার পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের অন্যতম দারিদ্রপীড়িত অঞ্চল বিহারে লোহার সেতু চুরির এই ঘটনা প্রকাশ্যে এসেছে বুধবার। স্থানীয় পুলিশ কর্মকর্তা সুভাষ কুমার বলেছেন, সরকারি সেচ কর্মকর্তা সেজে এসেছিল চোরের দলটি।
তারা বুলডোজার এবং গ্যাস কাটার নিয়ে আসে এবং দু’দিন ধরে সেতুটি ভাঙার পর সব লোহা নিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, চোরের দলটি ভারী যানবাহনে করে সেতুর লোহা নিয়ে গেছে। প্রায় ৫০ বছরের পুরনো ওই সেতুটি একটি খালের ওপর তৈরি করা হয়েছিল। সেটি পুরোনো হয়ে যাওয়ায় পাঁচ বছর আগে সেতুটির পাশে আরেকটি নতুন সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। পুলিশ অদ্ভুত এই চুরির ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।