Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টেস্টে নিরপেক্ষ আম্পায়ার ফেরাল আইসিসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ৯:৫৮ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশে প্রথম টেস্টে আম্পায়ারদের সিদ্ধান্ত ভুলে ভরা। বিষয়টি নিয়ে বিশ্বসেরা সাকিব আল হাসান বলেন, এখন আবার নিরপেক্ষ আম্পায়ারের নিয়মে ফেরা উচিত আইসিসির। সাকিবে এই আবেদনের পর দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় এসেছে নতুন সিদ্ধান্ত। দুই দিনের সভা শেষে রোববার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা যদিও সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, তাদের প্রধান নির্বাহীর কমিটি মনে করছে, স্থানীয় আম্পায়ারদের পারফরম্যান্স ভালো ছিল এবং ম্যাচগুলো প্রভাবিত হয়নি। স্থানীয় আম্পায়ারদের ব্যবহারের ফলে আন্তর্জাতিক প্যানেলের ১২ জন আম্পায়ারের টেস্ট ম্যাচে অভিষেক হয়েছে।

সফরকারী বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার আম্পায়ারিং মোটেও ভালো ছিল না। প্রথম টেস্টে একের পর এক ভুল সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টেস্টে নিরপেক্ষ আম্পায়ারিং ফেরানোর বিষয়টি নিশ্চিত করে। করোনা ভাইরাসের কারণে প্রায় দুই বছর নিয়মটি স্থগিত ছিল।

ডারবান টেস্টে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। এর আগে অবশ্য ভারতের বিপক্ষে সিরিজ নিয়েও কম সমালোচনা হয়নি। মূলত করোনা ভাইরাসের কারণে টেস্টে স্বাগতিক দেশের আম্পায়ার দিয়ে টেস্ট ম্যাচ পরিচালনার নিয়ম করেছিল আইসিসি। যেন আম্পায়ারদের স্বাস্থ্যগত ঝুঁকি না থাকে। কিন্তু নিরপেক্ষ আম্পায়ারিং কতটা স্বচ্ছ তা সম্প্রতি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকেই অনুমান করা যায়।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসার পরেও নিয়মটি পাল্টানো হয়নি। এদিকে আম্পায়ারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। চাপে পড়ে শেষ পর্যন্ত নিয়মটি পাল্টালো আইসিসি। এখন থেকে শুধু স্বাগতিক দেশের আম্পায়ার দিয়ে আর পরিচালিত হবে না কোনো টেস্ট ম্যাচ।

আইসিসির বোর্ড সভা শেষে আরও বলা হয়, ২০২২-২৩ মৌসুমে প্রতি টেস্টে একজন আম্পায়ার হবেন স্বাগতিক দলের, এছাড়া ম্যাচ আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার নিযুক্ত হবেন নিরপেক্ষ দেশ থেকে। এছাড়া অন ফিল্ড আম্পায়ারের মত চতুর্থ আম্পায়ার হবেন স্বাগতিক দলের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ