Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানবন্দরে হেনস্তার শিকার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

ভারতের গোয়া বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া এবং তার স্বামী ফারহান আজমি। কর্তব্যরত উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের বর্ণবিদ্বেষী মন্তব্যের মুখে পড়েন তারা। এই তিক্ত অভিজ্ঞতার কথা একটি টুইটের মাধ্যমে জনসমক্ষে আনেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান।
তিনি কর্মকর্তা আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র কর্মকর্তা বাহাদুরের বিরুদ্ধে অভিযোগ আনেন। সিআইএসএফের উদ্দেশে জানান, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বিমানবন্দরে কর্তব্যরত সেই কর্মকর্তারা। আয়েশার স্বামীর অভিযোগ, বিমানবন্দরে তাদের নাম ঘোষণার পরেই তাকে এবং তার পরিবারকে একঘরে করে দেওয়া হয়। আয়েশা এবং ফারহানের সঙ্গে ছিল তাদের ছেলেও।

এখানেই ভোগান্তির শেষ নয়। ফারহানের অভিযোগ, নিরাপত্তা ডেস্কের অস্ত্রধারী এক পুরুষ কর্মকর্তা তার স্ত্রী আয়েশাকে স্পর্শ করার চেষ্টা করেন। শুধু তাই নয়, অন্যান্য পরিবারগুলো একই লাইনে দাঁড়ালেও শুধু ফারহান এবং তার পরিবারকে আলাদা একটি লাইনে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়।
ফারহান তার স্ত্রীর থেকে দূরত্ব বজায় রাখার কথা বলেছিলেন সেই কর্মকর্তাকে। এরপরই তীব্র হয় বচসা। সিআইএসএফের এক নিরাপত্তারক্ষী ডেকে পাঠান সিনিয়র অফিসার বাহাদুর। ফারহানের পকেটে তল্লাশি নেওয়ার সময় যৌন ইঙ্গিতমূলক কটূক্তি করেছেন সেই নিরাপত্তারক্ষী।

ফারহানের এই টুইট গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষের নজর এড়ায়নি। এই তিক্ত অভিজ্ঞতার জন্য ফারহানের কাছে টুইটের মাধ্যমে ক্ষমা চেয়েছে তারা। আশ্বাস দেওয়া হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
ফারহানের এই টুইটে প্রশ্ন উঠছে ভ্রমণসংক্রান্ত নিরাপত্তা নিয়ে। কর্তব্যরত কর্মকর্তাদের আচরণ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে আয়েশার অনুরাগীদের একাংশ। সূত্র : বলিউড লাইফ, হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ