Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এলিয়ট পেইজ ‘দি আমব্রেলা অ্যাকাডেমি’তে ট্রান্সজেন্ডার ভূমিকায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

২০২০ সালের আগেই তিনি ছিলেন এলেন পেইজ, এই নাম ও নারী পরিচয়েও তিনি খ্যাত ছিলন। এরপর তিনি প্রকাশ্যে জানালেন তিনি একজন পুরুষ এবং তার নাম এলিয়ট পেইজ। তার বয়স এখন ৩৫ এই শিল্পীর চেয়ে নেটফ্লিক্সের ‘দি আমব্রেলা অ্যাকাডেমি’ সিরিজে লিঙ্গ পরিবর্তনকামী মানুষের ভূমিকায় আর কে ভাল অভিনয় করতে পারে? সুপারহিরো সিরিজটির প্রথম দুই সিজনে এলিয়ট কিন্তু সিসজেন্ডার (জন্মের ও বর্তমান লিঙ্গ এক) নারী ভানিয়া হারগ্রিভসের ভূমিকায় অভিনয় করেছেন। নতুন সিজনে চরিত্রটি পুরুষ হয়ে নাম হবে ভিক্টর হারগ্রিভস। পেইজ তার ইনস্টাগ্রামে এই খবর প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘ভিক্টর হারগ্রিভসের সঙ্গে পরিচিত হোন।’ পেইজ ‘জুনো’ এবং ‘ইনসেপশন’ ফিল্ম দুটিতে অভিনয় করেছেন। ‘দি আমব্রেলা অ্যাকাডেমি’ এক ভঙ্গুর পরিবারের গল্প যারা দুই সুপারহিরো সহোদরকে দত্তক নেয় তারা তাদের বাবার মৃত্যুর রহস্য উন্মোচনের মিশন নেয়। একই নামের কমিক বই অবলম্বনে সিরিজটি নির্মিত হয়। সিরিজের অভিনয় করেছেন টম হপার, ডেভিড ক্যাস্টানেডা, এমি রেভার-ল্যাম্পম্যান, রবার্ট শিহান, এইডান গ্যালাহার, জাস্টিন এইচ মিন, কম ফিওরে এবং রিটু আরিয়া। তৃতীয় সিজনে নতুন আরও কিছু শিল্পী যোগ দেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এলিয়ট পেইজ ‘দি আমব্রেলা অ্যাকাডেমি’তে ট্রান্সজেন্ডার ভূমিকায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ