Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিক্রুটিং এজেন্সির মালিকদের গ্রেফতার হয়রানি বন্ধ করতে হবে

মানববন্ধন কর্মসূচিতে বায়রা নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ৬:৪৪ পিএম

মানবপাচার আইনের অপব্যবহার করে বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তাদের গ্রেফতার এবং হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় জনশক্তি রফতানি খাতে বিরূপ প্রভাব পড়বে। র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের নামে রিক্রুটিং এজেন্সির মালিকদের অহেতুক হয়রানি ও গ্রেফতার মেনে নেয়া হবে না। বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তাদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করা না হলে জনশক্তি রফতানি থেকে বিরত থাকার ঘোষণা দিবে রিক্রুটিং এজেন্সিগুলো। আজ রোববার কাকরাইলস্থ বিএমইটির কার্যালয়ের সামনে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মানব পাচার আইনের অপব্যবহার করে বৈধ রিক্রুটিং এজেন্সি মালিক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দকে হয়রানি মূলক গ্রেফতার বন্ধের দাবিতে মানব পাচার মামলায় ভুক্তভোগী ও বায়রার সাধারণ সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পালনকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহিন উদ্দিন, মো.মতিউর রহমান খান, হোপ- লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মকবুল আহমেদ, সচেতন বায়রা গণতান্ত্রিক ফোরামের আহবায়ক মো. মোশাররফ হোসেন, সচেতন বায়রা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি ও বায়ারার সাবেক ইসি সদস্য মোহাম্মদ আলী, কাজী আব্দুর রহীম, মো. ফিরোজ উদ্দিন, মো. আরিফুর রহমান, শেখ ইকবাল, হান্নান হাওলাদার, এম এ আজিজ, আহমাদুল্লাহ বাচ্চু, ইনাম আব্দুল্লাহ মহসিন, আনোয়ার হোসেন, হাফিজ উদ্দিন, আইয়ূব আলী মজুমদার, আহসান হাবিব রাজু,শানজিদা সুলতানা ও আদম আলী।

বায়রা নেতৃবৃন্দ বলেন, বিএমইটি থেকে স্মার্ট কার্ড নিয়ে বিদেশে কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সির মালিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তা’বিএমইটি কর্তৃপক্ষ যাচাই বাছাই করে দেখবে তা’ মানবপাচার করা হয়েছে কিনা। অন্যথায় অধিবাসী আইনে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দেয়া যেতে পারে। নেতৃবৃন্দ মানবপাচার আইনের অপব্যবহার করে বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তাদের অহেতুক হয়রানি এবং গ্রেফতার বন্ধে কার্যকরী উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বিএমইটি ডিজির আশু হস্তক্ষেপ কামনা করেন।

পরে সংগঠনের সভাপতি এম টিপু সুলতানের নেতৃত্বে র‌্যাবের হয়রানি বন্ধের দাবিতে বিএমইটির ডিজির কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে গত ২৫ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রীর সভাপতিত্বে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সচিব, বিএমইটি, ডিজি, বায়রার সাবেক সভাপতি ও মহাসচিববৃন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বৈধ রিক্রুটিং এজেন্সিকে হয়রানি ও গ্রেফতার বন্ধের গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ