Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপি-আরএসএস’র বর্ববরতা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

ভারতে নির্বাচনের সময় কোথায় কার সঙ্গে জোট বা সমঝোতা হবে, পরে দেখা যাবে। কিন্তু বিজেপি-আরএসএস জমানার ‘বর্বরতা’র বিরুদ্ধে লড়াইয়ে তারা কোনও স্পর্শকারত বিষয় রাখছেন না বলে জানিয়ে দিলেন সিপিএমের পলিটবুরো সদস্য বৃন্দা কারাট।

কেরালা রাজ্যের কান্নুরে পার্টি কংগ্রেসের তৃতীয় দিনের বিরতিতে আন্দোলনের প্রসঙ্গে বিজেপি-বিরোধী সব শক্তিকেই আহ্বান জানিয়েছেন সিপিএম নেত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বা উদ্ধব ঠাকরের শিবসেনা সম্পর্কে তাদের মনোভাব কী? এমন প্রশ্নে বৃন্দার জবাব, পার্টি কংগ্রেসে রাজনৈতিক লাইন ঠিক হয়, সেটা পরবর্তী তিন বছর মেনে চলার জন্য। নির্বাচনী কৌশল সংশ্লিষ্ট জায়গায় পরিস্থিতির নিরিখে ঠিক হয়।

তিনি বলেন, কিন্তু এখন ভারতের নানা প্রান্তে যে বর্বরতা চলছে, কোনও ধর্মগুরু পুলিশকে পাশে নিয়ে সংখ্যালঘু মহিলাদের যৌন নিগ্রহ করার হুমকি দিচ্ছেন। এই অনাচারের বিরুদ্ধে লাল পতাকা দাঁড়াবে। আর যারা যারা সঙ্গে দাঁড়াতে চান, রাজনৈতিক শক্তি, সামাজিক বা অ-রাজনৈতিক সংগঠন, সকলেই আসুন।
বৃন্দা কারাট বলেন, বিজেপি সরকারের আমলে ভারতে যে ‘ভয়াবহ কর্মহীনতা’ দেখা দিয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রস্তাবও শুক্রবার গৃহীত হয়েছে পার্টি কংগ্রেসে। সূত্র : এবিপি, এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ