Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যোগীর মুখে বসেছে বানর!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

যতই সতর্কতা থাকুক, হ্যাকারদের দৌরাত্ম্য রোধ করা যাচ্ছে না। এবার হ্যাক হল ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার অ্যাকাউন্ট। গত শুক্রবার গভীর রাতে হ্যাক হয়ে যায় তার অ্যাকাউন্ট।
হ্যাক হওয়ার পর থেকে অপ্রাসঙ্গিক পোস্ট হতে থাকে। দেখা যায়, মুখ্যমন্ত্রীর মুখ বদলে সেখানে বসানো হয়েছে একটি বানরের কার্টুন চরিত্র। শেষ পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা পর ফের অ্যাকাউন্টটি উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে প্রায় শ’খানেক টুইট করা হয়ে গেছে ওই অ্যাকাউন্ট থেকে।

সোশ্যাল মিডিয়ায় যোগীর জনপ্রিয়তা যথেষ্ট। টুইটারে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৪০ লাখ। অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর সেই অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করতে থাকেন তাদের অনেকেই। সেই পোস্টে ট্যাগ করা হয় উত্তরপ্রদেশের পুলিশ ও যোগী আদিত্যনাথকে। এরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। অ্যাকাউন্টটি উদ্ধার হওয়ার পর অপ্রাসঙ্গিক সমস্ত টুইট ডিলিট করা হয়েছে।

সম্প্রতি প্রভাবশালী ব্যক্তি কিংবা সরকারি দফতরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা নিয়মিতই ঘটতে দেখা গেছে। এর আগে গত বছরের ডিসেম্বরে হ্যাক করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট। মাঝরাতে প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে একটি বিতর্কিত পোস্টও করা হয়। পোস্টটি প্রায় ৩ মিনিট মোদির টাইমলাইনে ছিল। যদিও তারপরই টুইটার কর্তৃপক্ষ মোদির অ্যাকাউন্টটি উদ্ধার করে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া।



 

Show all comments
  • Harunur rashid ১০ এপ্রিল, ২০২২, ২:৩৭ এএম says : 0
    They insulted the Monkey. Monkey is much better primate then RSS whatever name is.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ