Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো ৫০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ৯:৩৮ পিএম

অতীতে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টেই শুধু অংশ নিতেন বাংলাদেশের শুটাররা। এবার জনপ্রিয়তা পাচ্ছে ৫০ মিটার রাইফেলও। ফলে এ বছর সিনিয়র ও জুনিয়র মিলে তিনটি বিশ্বকাপ রয়েছে শুটারদের সামনে। ওই তিন আসরেই বাংলাদেশ ১০ মিটার এয়ার রাইফেলের সঙ্গে খেলবে ৫০ মিটার রাইফেলেও। শনিবার এ তথ্য জানান বাংলাদেশ শুটিং ফেডারেশনের ক্যাম্প কমান্ডার মোস্তাক ওয়াইজ। তিনি বলেন,‘যারা ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেয়, তারাই ৫০ মিটারে খেলে। তাই বিশ্বকাপে ১০ মিটারের সঙ্গে ৫০ মিটারেও খেলবে বাংলাদেশ। তাছাড়া জুনিয়র বিশ্বকাপের আগে ১ মে থেকে জার্মানিতে হবে শুটারদের বিশেষ ক্যাম্প।’

আগামী ৯ থেকে ২০ মে জার্মানিতে জুনিয়র বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই আসরে প্রথমবারের মতো বাংলাদেশ ৫০ মিটার রাইফেলে অংশ নিচ্ছে। এছাড়া ২৭ মে থেকে ৭ জুন আজারবাইজানের বাকু এবং ৯ থেকে ২২ জুলাই দক্ষিণ কোরিয়ার চ্যাংগনে অনুষ্ঠিত হবে সিনিয়রদের দু’টি বিশ্বকাপ। তবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে শনিবার থেকে শুরু হওয়া প্রথম বিশ্বকাপে দল পাঠায়নি শুটিং স্পোর্ট ফেডারেশন। তাই পরের দুই বিশ্বকাপকেই পাখির চোখ করছে তারা। তিন বিশ্বকাপেই ১০ মিটার এয়ার রাইফেলের সঙ্গে ৫০ মিটার রাইফেল এবং ১০ মিটার এয়ার পিস্তলে অংশ নেবেন লাল সবুজের শুটাররা। ইরানি রাইফেল কোচ মোহাম্মদ জায়ের রেজাই ও দক্ষিণ কোরিয়ার পিস্তল কোচ কিম ইল ইয়ংয়ের অধীনে বর্তমানে ৩০ জনের অধিক শুটারদের নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন। তাদের চলমান প্রস্তুতি মূলত ২০২৪ প্যারিস অলিম্পিককে ঘিরে হলেও কর্মকর্তাদের ভাবনায় ৯ থেকে ১৮ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠেয় ইসলামিক সলিডারিটি গেমস এবং ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হ্যাংঝু এশিয়ান গেমসও। এই দুটি গেমসেও শুটারদের নিয়ে স্বপ্ন দেখছেন তারা। এদিকে ১০ মিটার পিস্তলে দল সংখ্যা ছোট করা হয়েছে। মোস্তাক বলেন, ‘কমনওয়েলথ গেমসে ৫০ মিটার পিস্তলে রুপা জিতেছিল শাকিল আহমেদ। কিন্তু অলিম্পিক গেমস কর্তৃপক্ষ ওই ইভেন্টটি বাদ দিয়েছে। ফলে আমাদের শুটাররা ১০ মিটার পিস্তলেই খেলবে। তাই পিস্তলে খুব ছোট একটি দল পাঠানো হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ