Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকড়া, চাতরী ও বারখাইন ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে জমির টপসয়েল মাটি কাটার অপরাধে তিন ব্যক্তিকে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী। গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী বলেন, রাতের আঁধারে অবৈধভাবে স্কাভেটর দিয়ে মাটির টপসয়েল কাটারদায়ে ভ্রাম্যমাণ আদালতে মো. আব্দুল মান্নান, মো. মাহবুবুল ইসলাম ও মো. জাবেদ নামে তিন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ