Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘উইঙ্কগার্ল’ প্রিয়া প্রকাশের ছবি নিয়ে গুঞ্জন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০৯ এএম

সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তাঁরা অবশ্যই প্রিয়া প্রকাশ ভারিয়ারকে চেনেন। নাম শুনে না চিনলেও একটা হিন্ট যথেষ্ট। চোখ মেরে (‘উইঙ্ক’) লাখ লাখ নেটজনতার মনে ঝড় তুলেছিলেন তিনি। এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন। কয়েক বছর আগে একটা কয়েক সেকেন্ডের ভিডিওর জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। তাঁর চোখের জাদুতে প্রেমে পড়েছিলেন লাখ লাখ অনুরাগী। সাধারণ একজন অভিনেত্রী থেকে রাতারাতি প্রিয়া প্রকাশ ভারিয়ার হয়ে উঠেছিলেন ন্যাশনাল ক্রাশ। ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছিল অভিনেত্রীর বিভিন্ন ভিডিও। এক রাতের মধ্যেই গোটা নেট দুনিয়া প্রিয়া প্রকাশ ভারিয়ারের নাম চিনতে শুরু করেছিল। কিন্তু তারপরও অনেক বছর কেটে গেছে। এখন বেশ কয়েকটি সিনেমাতে কাজ করছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রীর একটি ছবি নতুন করে সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে প্রিয়া এক আদিবাসী সাজে সেজেছেন। সে এলোমেলো চুলে প্রায় কোনো পোশাক ছাড়াই পোজ দিয়ে ছবি তুলেছেন প্রথমে তাঁর ছবি দেখে ফ্যানরাই চিনতে পারেননি। তবে পরে তাঁরা ভালভাবে দেখে চিনতে পারেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে। অনেকেই ছবি দেখে মনে করেন প্রিয়া কোনো প্রাপ্তবয়স্ক সিনেমার শুটিংয়ে কাজ করছেন। এরপর নেটিজেনরা রীতিমতো ছবিতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন। পরে অবশ্য জানা গেছে, প্রিয়া প্রকাশ একটি ব্র্যান্ড প্রমোশনের জন্য এই ধরনের হট ও লাস্যময়ী ফটোশুট করেছেন। এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সুপার ভাইরাল। ইতিমধ্যেই ওই পোস্ট অগুনতি মানুষ দেখেছেন। এছাড়া প্রায় ৩ লাখের বেশি মানুষ ওই ছবিটিতে লাইক দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘উইঙ্কগার্ল’ প্রিয়া প্রকাশের ছবি নিয়ে গুঞ্জন!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ