Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি স্বার্থপর হতে পারি না-সালাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ৭:৪৩ পিএম

লিভারপুলের সঙ্গে মোহামেদ সালাহর চুক্তি নবায়ন নিয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে। যা নিয়ে ভক্ত-সমর্থকদেরও আগ্রহের কমতি নেই। চুক্তি নিয়ে মিশরীয় ফরোয়ার্ড বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। অবশেষে এ বিষয়ে কথা বললেন সালাহ। নতুন চুক্তির বিষয়ে স্কাই স্পোর্টসে শুক্রবার সালাহ বলেন, আপাতত এসব নিয়ে ভাবছেন না তিনি। তার মূল লক্ষ্য দলকে সাফল্য এনে দেওয়া।

তিনি বলেন,‘হ্যাঁ বা না, আমি কিছুই বলতে পারব না। তবে আমি কী চাই, সেটা আগেও অনেকবার বলেছি। আর এখন চুক্তির বিষয়ে বেশি ভাবতে পারি না কারণ, দলের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ। দলের এখন জয় প্রয়োজন। এমন পরিস্থিতিতে…আমি কেবল চুক্তি নিয়ে কথা বলতে পারি না। আমি শুধু দল নিয়ে ভাবতে চাই।’

লিভারপুলের সঙ্গে সালাহর চুক্তির মেয়াদ রয়েছে ২০২৩ সাল পর্যন্ত। এই তারকার সঙ্গে এখনই চুক্তি নবায়ন করা ইংলিশ ক্লাবটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নয়তো আগামী বছর ফ্রি ট্রান্সফারে সালাহকে ছেড়ে দিতে হতে পারে।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়ে সালাহ দ্রুত নিজেকে অ্যানফিল্ডে মানিয়ে নেন। হয়ে ওঠেন একাদশে নিয়মিত ও খুব গুরুত্বপূর্ণ সদস্য। বিশেষ করে গত তিন বছরে ক্লাবটির হয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।


লিভারপুলও চাইবে না সালাহর মতো বিশ্ব তারকাকে হারাতে। সালাহ মনে করছেন, এই মুহূর্তে চুক্তি নিয়ে কথা বলা হবে স্বার্থপরতা। তিনি বলেন,‘আমি স্বার্থপর হতে পারি না এবং কেবল আমার বিষয় নিয়েই পড়ে থাকতে পারি না। দল হিসেবে আমরা খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি, তাই আমাকে শুধু দল নিয়ে কথা বলতে হবে। দলের জন্য সামনে কী অপেক্ষা করছে, সেদিকে নজর দিতে হবে আর এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এছাড়া তিনি বলেন,‘আশা করি, আমরা আরও বেশি ইতিবাচক থাকব। এরপর দেখা যাক, কী হয়।’’

উল্লেখ্য’ গত ডিসেম্বরে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, লিভারপুলের দেওয়া সপ্তাহে ৪ লাখ পাউন্ডের প্রস্তাব প্রত্যাখান করেছেন সালাহ। তিনি নাকি ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্তিয়ানো রোনালদোর সমান সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড বেতন দাবি করেছেন। এছাড়া বেশ কয়েকটি গণমাধ্যমে বলছে, আগে যে পরিমাণ বেতন দাবি করেছিলেন তা থেকে সরে এসেছেন এই স্ট্রাইকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ