Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউক্রেনে ইইউ প্রতিনিধি দলের সফর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ২:৪৬ পিএম

ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান এবং ইইউ কূটনৈতিক ও নিরাপত্তা নীতি-বিষয়ক ঊর্ধ্বতন প্রতিনিধি গতকাল (শুক্রবার) ইউক্রেন সফর করে দেশটির কাছে একটি ইইউ সদস্য প্রার্থী দেশের প্রশ্নমালা হস্তান্তর করেন।

ইউক্রেনের জাতীয় বার্তা সংস্থার খবর অনুযায়ী, এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানী কিভে সফররত দুই ইইউ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে অনুষ্ঠিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতি ইইউর সমর্থন ও আস্থা জানাতে সফর করছেন তারা। ইইউতে যোগদান হল ইউক্রেনের উদ্দেশ্য।

সাংবাদিক সম্মেলনে ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান বলেন, প্রশ্নমালার উত্তর প্রদান হল ইইউতে ইউক্রেনের যোগদানের গুরুত্বপূর্ণ একটি পর্যায়। আর প্রশ্নপত্রের উত্তর তৈরিতেও ইউক্রেনকে সহায়তা দেবে ইইউ।

আগামি এক সপ্তাহের মধ্যে প্রশ্নপত্রের উত্তর তৈরি করা হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ প্রতিনিধি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ