Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালো ব্যাটসম্যান হতে চান লেগ স্পিন রশিদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ১১:৫৪ এএম

বিষাক্ত লেগ স্পিনের জাদুতে কত ম্যাচেরই তো ভাগ্য গড়ে দিয়েছেন রশিদ খান। কিন্তু ব্যাটিং ঝলকও নিয়মিত দেখাতে পারছেন না আফগান এই স্পিনার। তবে ব্যাটিংয়ে টুকটাক অবদান আছে তার। আগামীতে বোলিং ছাড়ও ব্যাট হাতে নিয়মিতই কার্যকর ভূমিকা রাখতে চান আফগান এই লেগ স্পিনার।

সে কারণে ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করছেন বলেও জানালেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে চার-ছক্কার ঝলক বেশ কবারই দেখিয়েছেন রশিদ। এই সংস্করণে তার ফিফটি আছে ১টি। স্ট্রাইক রেট দেড়শর কাছাকাছি। ওয়ানডেতেও ফিফটি আছে ৫টি, টেস্টে আছে ১টি। নিজের ব্যাটিংয়ের এইটুকু অবদানে তিনি তৃপ্ত নন।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বললেন, ‘আমার মনে হয়, এখনকার চেয়ে আরও অনেক ভালো ব্যাটসম্যান হয়ে উঠতে পারি আমি। এই জায়গাটায় আরও দায়িত্ব নেওয়া উচিত আমার। ব্যাটিং নিয়ে কাজ করে চলেছি। গত বছর দুয়েকে ব্যাটিংয়ে আমার প্রতি প্রত্যাশা ক্রমে বাড়ছে যেন গুরুত্বপূর্ণ ২০-২৫ রান করতে পারি। আমি জানি, আমার সেই প্রতিভা ও স্কিল। এখন ব্যাপারটা হলো স্রেফ আত্মবিশ্বাস বয়ে আনা যেন নিয়মিত এটা করতে পারি।’


রশিদ এখন ব্যস্ত আইপিএলে। সেখানেই নানা সাক্ষাৎকারে তার কণ্ঠে বারবার উঠে আসছে টেস্ট আরও বেশি খেলার তাড়না। এবার রয়টার্সকেও তিনি বললেন একই কথা। অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তানের টেস্ট প্রথমবার পিছিয়ে যায় কোভিডের কারণে। পরেরবার গড়বড় পাকিয়ে যায় তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর। এখনও নিশ্চিত নয় আফগানরা পরের টেস্ট কবে খেলবে।

টেস্ট মর্যাদা পাওয়ার প্রায় ৫ বছরে স্রেফ ৬টি টেস্ট তারা খেলতে পেরেছে। রশিদের কণ্ঠে তাই নানামুখী আক্ষেপ। দেশের হয়ে টেস্ট খেলার বিষয়ে তিনি বলেন,‘ক্রিকেটার হিসেবে এটা হতাশার (অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট না হওয়া), কারণ বড় দলগুলির সঙ্গে খেলার জন্য আমরা মুখিয়ে থাকি। ব্যাপারটা হলো উন্নতি করার এবং নতুন কিছু শেখার। আমরা এই টেস্টের দিকে তাকিয়ে ছিলাম, কিন্তু কখনও কখনও সবকিছু চাওয়া মতো হয় না। আশা করি, শিগগিরই তাদের সঙ্গে খেলার সুযোগ আসবে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ মহাতারকা। ৪ ওভারের বোলিংয়ে বহু ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন তিনি। তবে এটুকুতে তার মন ভরছে না। লাল বলের আঙিনায় নিজেকে মেলে ধরতে তিনি মরিয়া। নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন,‘নিজের বোলিং সম্পর্কে আরও বেশি জানতেও লম্বা স্পেলে বোলিং করতে হয়। আশা করি, সামনের কয়েক বছরে আরও অনেক বেশি টেস্ট খেলার সুযোগ মিলবে আমাদের।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ