মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বে এমন কিছু ঘটনা ঘটে যা সবাইকে অবাক করে দেয়। আবার এমন অনেক ঘটনা রয়েছে যা অনেকের কাছেই অজানা থেকে যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের খবর খুব সহজেই সকলে জানতে পারেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি খবর ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। টানা ১১ বছর ধরে ঘুমিয়ে ছিলেন এক মেয়ে। ইলেন মাডলার নামের সেই ব্রিটিশ মেয়ের খবর শুনে অবাক নেটদুনিয়া।
হিস্ট্রি অব ইয়েসটারডের রিপোর্ট অনুসারে ১৮৫৯ সালের ১৫ মে ইলেনের জন্ম ব্রিটেনের টার্বাইল গ্রামে। তার পরিবারে বাবা এবং মা ছাড়াও ছিলেন ১১ জন ভাইবোন। তার বাবা ছিলেন একজন কৃষক। ইলেনের বাবা একটি দুর্ঘটনার মারা যাওয়ার পর তার মা আবার বিয়ে করেন।
ইলেন বিরল এক রোগে আক্রান্ত ছিলেন। জানা গেছে, তিনিই বিশ্বে প্রথম যার ট্রাইপ্যানোসোমসিম নামের সেই রোগ হয়। ১৯১০ সালে তিনি মারা যান। ইলেন ১৮৭১ সালে তার ভাইবোনের সঙ্গে ঘুমান। পর দিন অন্যরা উঠে গেলেও, ইলেনের ঘুম ভাঙেনি।
এরপর তাকে অনেকেই জাগানোর চেষ্টা করলেও ঘুম থেকে তোলা যায়নি। সেই থেকে তিনি ঘুমন্ত অবস্থাতেই থাকেন। তার মা মুখের ভিতর খাবার ঢুকিয়ে দিতেন। এ ভাবেই কিছুদিন খাবার পর তার মুখও বন্ধ হয়ে যায়। কিন্তু সবচেয়ে অবাক করে দেওয়া ব্যাপার হল ১১ বছরের ইলেন যখন ঘুম থেকে জাগলেন তখন তিনি যুবতী। আর জেগে ওঠার আগেই তার মা মারা যান।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার এমন খবর ভাইরাল হয়। কাহিনী শুনে সকলেই বেশ হতবাক। এই বিশ্বে এমন রোগ রয়েছে, সেই সম্পর্কে অনেকেই জানেন না। আর রোগের নামের কথা জানতে পেরে সকলেই চমকে উঠেছে। সূত্র : হিস্ট্রি অব ইয়েসটারডে ডটকম, নিউজ ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।