Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ২:১১ পিএম

দ.আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস হরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শুক্রবার ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সফরে ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জিততে চায়। তবে সিরিজের প্রথম টেস্ট ২২০ রানের বড় ব্যবধানে হেরেছে মুমিনুলরা। পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতে দেশে ফেরার লক্ষ্য বাংলাদেশের।

দ্বিতীয় টেস্টে অবশ্য টস ভাগ্য স্বাগতিকদের পক্ষে হেসেছে। যেখানে ডারবান টেস্টের মতো এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নামবে ডিন এলগারের দল। দ্বিতীয় ও শেষ ম্যাচে নিজেদের একাদশে ২টি পরিবর্তন এনেছে সফরকারীরা। ওপেনার তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরেছেন। প্রায় ১ বছর পর আবার টেস্ট খেলতে নামছেন তিনি।

তামিমকে জায়গা ছেড়ে দিতে সাদমান ইসলামকে একাদশের বাইরে থাকতে হয়েছে। এদিকে ইনজুরির কারণে পেসার তাসকিন আহমেদ খেলছেন না, সেখানে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ দল পোর্ট এলিজাবেথ টেস্টের একাদশ সাজিয়েছে ২ পেসার আর ২ স্পিনার নিয়ে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বী, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ