Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়াকে আতিথ্য দিয়ে পিসিবির আয় ২০০ কোটি রুপি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ১০:৩৭ এএম

২৪ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে জিতেছে পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সিরিজ হারলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পকেটে ঢুকেছে বিশাল পরিমান অর্থ। সিরিজ শেষে পিসিবির লাভ ২০০ কোটি রুপি।


অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হার ঠেকাতে ব্যাটিং বান্ধব উইকেট বানানোর প্রস্তাব দিয়েছিলেন পিসিবি সভাপতি রমিজ রাজা। তবে এরপরেও সিরিজ হারতে হয়েছে বাবর আজম বাহিনীকে। মাঠের খেলায় ফলাফল যাই হোক না কেন, অস্ট্রেলিয়াকে আতিথ্য দিয়ে নিজেদের ব্যাংক একাউন্টে প্রায় ২০০ কোটি রুপি ঢুকিয়েছে পিসিবি। এমনটাই জানিয়েছেন পিসিবি সভাপতি রমিজ রাজা।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো আমাদের জন্য বাঁকবদল বলে প্রমাণিত হয়েছে। এটা আমাদের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এর প্রভাব পিএসএলেও দেখা গেছে। মানুষ এই দলকে নিজেদের দল বলে মনে করে, এটাই আমাদের আর্থিকভাবে সাহায্য করেছে। আর্থিক সব রেকর্ড ভেঙেছে। এ সফর থেকে ২০০ কোটি রুপি আয় করেছি, এটাই বিশাল।’

রমিজ রাজা আরও বলেন,‘দেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করবেন তিনি। এছাড়াও তরুণ ক্রিকেটার তুলে আনার পিছনেও এই অর্থ খরচ করা হবে বলে জানান। তিনি বলেন, ‘ক্রিকেট এবং আর্থিক, দুই দিক থেকেই আমরা সঠিক পথে আছি। তবে অবকাঠামোর অনেক উন্নয়ন দরকার। আমি অস্ট্রেলিয়া সিরিজের অপেক্ষায় ছিল। এখন আমরা তরুণ ক্রিকেটারদের অনুশীলন এবং অন্যান্য সুযোগ-সুবিধার দিকে নজর দিবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ